গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল ডাকাত চট্টগ্রাম বর্হিনোঙ্গর এলাকায় বিদেশী জাহাজে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অদ্য রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় বিসিজি বেইস চট্টগ্রাম এর একটি দল ছদ্মবেশে কয়েকটি বোটে বর্হিনোঙ্গর এলাকায় অবস্থান করে। রাত আনুমানিক ০৩৩০ ঘটিকায় চট্টগ্রাম বর্হিনোঙ্গর হতে আনুঃ ২ মাইল উত্তর পূর্বে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে বোটে থাকা ব্যক্তিবর্গ কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। পরবর্তীতে উত্তাল সমুদ্রে ১ ঘন্টা ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। অতঃপর বোটটি তল্লাশী করতঃ ১২ জন ডাকাত আটকসহ ১১ টি রামদা, ০১ টি করাত, ০১ টি শাবল, ০১ টি প্লায়ার, ০১ টি স্পেনার এবং ১২ টি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূল হোতা মোঃ আকবর এর নির্দেশে এবং মোঃ সালাউদ্দিন (২৬) এর নেতৃত্বে উক্ত ডাকাত দল চট্টগ্রামস্থ কর্ণফুলী থানাধীন ইছানগর নতুন ব্রিজ ঘাট হতে বোট যোগে গত ১৩ মে রাত আনুমানিক ২১৩০ ঘটিকায় ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রাম বর্হিনোঙ্গরে গমন করে। এছাড়াও উক্ত ডাকাতদল দীর্ঘদিন যাবত এরূপ কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে জানা যায়। আটককৃত ডাকাতরা হলো মোঃ সালাউদ্দিন (২৬), মোঃ আনোয়ার হোসেন (২৩), কামাল হোসেন (২৩), মোঃ ইমন (১৯), মোঃ আবু তাহের (৩২), মোঃ ইসলাম (২৭), মোঃ ফয়সাল (২০), মোঃ রাজু (৩৭), সিরাতুল মুসতাকিম (১৭), পিয়াস মন্ডল (২৩), মোঃ আলমগীর (৩০) এবং মোঃ আরিফ (৩০)।
আটককৃত ডাকাতদল এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।