Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুন ২০১৮

মহাপরিচালক

রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালক হিসেবে ১৫ ফেব্র্রুয়ারী ২০১৬ সালে  প্রেষণে  নিযুক্ত হন ।  তিনি ২8 
শে সেপ্টেম্বর, ১৯৫৯ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১০ নভেম্বর ১৯৮০ বাংলাদেশ নৌবাহিনীর
এক্সিকিউটিভ শাখায় যোগদান করেন ।  রিয়ারি এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী দেশে এবং বিদেশে বিভিন্ন কোর্সে 
অংশগ্রহণ করেন । তিনি জার্মানিতে ক্যাডেট প্রশিক্ষণ এবং মৌলিক কোর্স, মার্কিন যুক্তরাষ্ট্রে সারফেস ওয়ারফেয়ার 
অফিসার কোর্স, ভারতে গানারী স্পেশালাইজেশন কোর্স, চীনে ক্ষেপণাস্ত্র অস্ত্র সিস্টেম কোর্স, জার্মানিতে নৌ স্টাফ কোর্স,
অপারেটিং সহ সি ++ প্রোগ্রামিং, নেদারল্যান্ডে কম্ব্যট সিস্টেম (অপারেটর ট্রেনিং) প্রশিক্ষণ, দক্ষিণ কোরিয়ার শিপ বিল্ডিং
টেকনোলজি কোর্স, বিএ ও এমডিএস (ডিফেন্স স্টাডিজের মাস্টার্স) এবং বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির এমবিএ 
এবং বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ এমফিল করছেন ।  তিনি ২০১০ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ,
মিরপুর, ঢাকা এবং ২০১২ সালে একই ইনস্টিটিউটের ক্যাপস্টোন কোর্স সফলভাবে সম্পন্ন করেন । তিনি জার্মান এবং 
ফ্রেঞ্চ ভাষায় দক্ষ।তার দীর্ঘ নৌবাহিনীর কর্মজীবনে রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশান্স),
নৌবাহিনীর সহকারী প্রধান(পার্সোনেল), কমোডর কমান্ডিং চট্টগ্রাম, কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড,  নৌ-সচিব ও 
ডিরেক্টরসহ বিভিন্ন পদে বিভিন্ন জাহাজ ও প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন জাহাজের কমান্ডিং অফিসার, মেরিন একাডেমি
কমান্ড্যান্ট, কোস্ট গার্ড বাহিনীর পূর্ব জোনের জোনাল কমান্ডার এবং চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি প্রিন্সিপাল এর দায়িত্ব
সফলভাবে সম্পন্ন করেন । রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ডাঃ আফরোজা আওরঙ্গজেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । 
যিনি পেশায় একজন গাইনিকোলজিস্ট এবং বর্তমানে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পরিবার কল্যান সংঘ এর প্রেসিডেন্ট এর
দায়িত্ব পালন করছেন । ডাঃ আফরোজা আওরঙ্গজেব চৌধুরী এক পুত্র ও এক কন্যার জননি ।

 


Share with :

Facebook Facebook