Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd এপ্রিল ২০১৮

মহাপরিচালক

রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি
বাংলাদেশ কোস্টগার্ডের  মহাপরিচালক হিসেবে  ১৫ ফেব্র্রুয়ারী ২০১৬ সালে  প্রেষণে  নিযুক্ত হন।
তিনি ২8 শে সেপ্টেম্বর, ১৯৫৯ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১০ নভেম্বর ১৯৮০ বাংলাদেশ নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায়
যোগদান করেন।
রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী দেশে এবং বিদেশে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন।তিনি জার্মানিতে ক্যাডেট প্রশিক্ষণ এবং মৌলিক কোর্স,
মার্কিন যুক্তরাষ্ট্রে সারফেস ওয়ারফেয়ার অফিসার কোর্স, ভারতে গানারী স্পেশালাইজেশন কোর্স, চীনে ক্ষেপণাস্ত্র অস্ত্র সিস্টেম কোর্স, জার্মানিতে নৌ 
স্টাফ কোর্স, অপারেটিং সহ সি ++ প্রোগ্রামিং, নেদারল্যান্ডে কম্ব্যট সিস্টেম (অপারেটর ট্রেনিং) প্রশিক্ষণ, দক্ষিণ কোরিয়ার শিপ বিল্ডিং টেকনোলজি
কোর্স, বিএ ও এমডিএস (ডিফেন্স স্টাডিজের মাস্টার্স) এবং বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির এমবিএ এবং বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব প্রফেশনালস
এ এমফিল করছেন। তিনি ২০১০ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর, ঢাকা এবং ২০১২সালে একই ইনস্টিটিউটের ক্যাপস্টোন কোর্স সফলভাবে 
সম্পন্ন করেন। তিনি জার্মান এবং ফ্রেঞ্চ ভাষায দক্ষ।তার দীর্ঘ নৌবাহিনীর কর্মজীবনে রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী নৌবাহিনীর সহকারী প্রধান 
(অপারেশান্স), নৌবাহিনীর সহকারী প্রধান(পার্সোনেল), কমোডর কমান্ডিং চট্টগ্রাম, কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নৌসচিব ও ডিরেক্টরসহ
বিভিন্ন পদে বিভিন্ন জাহাজ ও প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন জাহাজের কমান্ডিং অফিসার, মেরিন একাডেমি কমান্ড্যান্ট, কোস্ট গার্ড পূর্ব 
জোনের জোনাল কমান্ডার এবং চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি প্রিন্সিপাল এর দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন। রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব 
ডঃ আফরোজা আওরঙ্গজেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যিনি একজন গাইনিকোলজিস্ট এবং এক পুত্র ও এক কন্যার জননি।

 


Share with :
Facebook Facebook