Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪

মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড

 

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি

 

মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড

 

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি গত ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ০১ জানুয়ারি ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান এবং ০১ জুলাই ১৯৮৯ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন।

 

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী তার দীর্ঘ চাকুরি জীবনে বিভিন্ন বিএন জাহাজ, ঘাঁটি এবং আন্তঃবাহিনী  সংস্থায় দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশগ্রহণ করেছেন। উল্লেখযোগ্য হলো ভারতে ‘গানারি স্পেশালাইজেশন কোর্স’, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) মিরপুরে ‘স্টাফ কোর্স’, জার্মানিতে ‘জেনারেল অ্যান্ড এডমিরাল স্টাফ কোর্স’ (Scharnhosrt Award প্রাপ্ত), মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স ফেলো প্রোগ্রাম এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স’ সফলতার সাথে সম্পন্ন করেছেন।

 

সমুদ্রে দায়িত্ব পালনকালে, তিনি বিভিন্ন নৌ জাহাজ যেমন মিসাইল বোট, প্যাট্রোল ক্রাফ্ট, ওপিভি এবং ফ্রিগেটের অধিনায়কত্ব করেছেন। তিনি বানৌজা বঙ্গবন্ধুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মহড়ায় অংশ নেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘এক্সারসাইজ ক্যারাট’ এবং কাতারে ‘ফেরোসিয়াস ফ্যালকন’ এর ওটিসি হিসেবে। মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড হিসেবে দায়িত্বভার গ্রহণের আগে তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার বিএন ফ্লিট এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পূর্বে তিনি নৌ সদর দপ্তরের নৌ গোয়েন্দা, নৌ পরিকল্পনা, পার্সোনেল সার্ভিসেস, নৌ প্রশিক্ষণ, নৌ অপারেশন এবং নৌ ওভারসীস পরিদপ্তরসমূহে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পরিচালক এসডি এন্ড সেরেমনি পরিদপ্তর এবং ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (IONS) এর সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

ব্লু হেলমেট ম্যান্ডেটের অধীনে, রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী আইভরি কোস্টে জাতিসংঘ মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশে বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছেন।

 

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীর সহধর্মিনী মিসেস শারমিন একটি তৈরি পোশাক শিল্প কারখানার পরিচালক এবং উদ্যোক্তা হিসেবে একটি চমৎকার কর্মজীবন অনুসরণ করেন। এই দম্পত্তির দুই ছেলে তাওসিফ এবং ইয়াসফিন দুজনই বাস্কেটবলের প্রতি অনুরাগী।