Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মার্চ ২০২৪

‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কোস্ট গার্ড’ প্রতিপাদ্যে পালিত হতে যাচ্ছে কোস্ট গার্ডের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।


প্রকাশন তারিখ : 2024-03-09

আগামী ১০ মার্চ ২০২৪ তারিখ রবিবার যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল(অবঃ) তারিক আহমেদ সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি উপস্থিত থাকবেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, বিদেশী কূটনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ড এর নবনির্মিত ০৬ টি ভৌত অবকাঠামো (বিসিজি স্টেশন কুতুবদিয়া, মহেশখালী, মিরসরাই, সন্দ্বীপ, নিদ্রাসকিনা ও বিসিজি আউটপোস্ট শাহপরী) এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সহায়তায় পরিচালিত বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরসহ ০৩ টি জোন, ০৬ টি জাহাজ এবং ০৭ টি স্টেশনে নব সংযোজিত VSATNET System ভার্চুয়ালি উদ্বোধন করবেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক ১০ জন, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ১০ জন, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ১০ জন এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক ১০ জনসহ মোট ৪০ জনকে প্রদান করবেন। উক্ত অনুষ্ঠানে নিম্নবর্ণিত কোস্ট গার্ড সদস্যবৃন্দ বিভিন্ন শাখায় পদক লাভ করবেনঃ

 

ক।      বাংলাদেশ কোস্ট গার্ড পদক - (বিসিজিএম)।

ক্রমিক  পি নং/সঃ সংখ্যা        পদবি ও নাম

১।       ৮০৬    কমডোর মোহাম্মদ মঈনুল হাসান, (এনডি), বিএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন

২।       ১০৩৯  ক্যাপ্টেন মোহাম্মদ মনজুর-উল-করিম চৌধুরী, (এইচ-২), বিএসপি, পিএসসি, বিএন

৩।      ১২৯০   ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ, (এন), পিএসসি, বিএন

৪।       ২৬২৮  লেঃ কমান্ডার মোঃ রেদোয়ান উল ইসলাম, (জি), বিএন

৫।       ২৭৭৭  লেঃ কমান্ডার আব্দুর রহমান, (ট্যাজ) বিএন

৬।      ৩০৯৭  লেঃ এম হাসান মেহেদী, (এক্স), বিএন

৭।       ৩১৪১   লেঃ মাশহাদ্ উদ্দিন নাহিয়ান, (এক্স), বিএন

৮।      ৩৩৯১  লেঃ কে এম শাফিউল কিঞ্জল, (এক্স), বিএন

৯।       ৯০০৬৭২        এম তৌহিদুল ইসলাম, সিপিও (কিউএ-১)

১০।     ২০১৮০০০৯     মোঃ শহিদুজ্জামান, এবি (এফসি-৩)

 

 

 

খ।      প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক - (পিসিজিএম)।

 

ক্রমিক  পি নং/সঃ সংখ্যা        পদবি ও নাম

১।       ১১৮৯   ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, (ট্যাজ), পিসিজিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন

২।       ১৭৩০  কমান্ডার এ কে এম মিজানুর রহমান, (এল), বিএন

৩।      ২১৮৩  লেঃ কমান্ডার সোহেল মোল্লা, (সি), বিএন

৪।       ২৬৬৬  লেঃ কমান্ডার মোঃ আশিক আহমেদ, (ট্যাজ), বিএন

৫।       ৩২৩৭           লেঃ কাজী আল-আমিন, (এক্স), বিএন

৬।      ৩২৪৪  লেঃ শামস্ সাদেকীন নির্নয়, (এক্স), বিএন

৭।       ৩২৭৪  লেঃ কাজী আকিব আরাফাত, (এক্স), বিএন

৮।      ৯৩০১৯৫        এম নজরুল ইসলাম, পিও (কিউএ-১)

৯।       ২০১৮১১৫৬     মোঃ নাসিফুর রহমান, আরইএন - ১

১০।     ২০১১০১২       মোঃ আব্দুল মান্নান, এমটিডি

 

গ।       বাংলাদেশ কোস্ট গার্ড পদক- সেবা (বিসিজিএমএস)।

 

ক্রমিক  পি নং/সঃ সংখ্যা        পদবি ও নাম

১।       ৬১৩    কমডোর (বর্তমানে রিয়ার এডমিরাল) মোহাম্মদ আনোয়ার হোসেন, এনজিপি, পিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি

২।       ৭৮৫    ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন, (ট্যাজ), বিএসপি, বিসিজিএম, এএফডব্লিউসি, পিএসসি, বিএন

৩।      ১১০৯   ক্যাপ্টেন মোহাম্মদ শরীফুল হক খান, (জি), বিসিজিএম, পিএসসি, বিএন

৪।       ১১৩৯  ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল কাদের, (ই), এনপিপি, পিএসসি, বিএন

৫।       ২৯৮৪  লেঃ কমান্ডার কাজী মোঃ জাহেদুল ইসলাম, (শিক্ষা), বিএন

৬।      ৩৯১০  অঃ সাঃ লেঃ এম রোকন উদ্দিন, (রেগ), বিএন

৭।       ২০০৩০১৪৩    এম মাহবুব আলম, সিপিও (এফসি-১)

৮।      ২০০৫০৫০০     সজিবুজ্জামান জনি, সিপিও (এফসি-১)

৯।       ২০১৩০৪৯১     মোঃ সিদ্দিকুর রহমান, এলস্টুয়ার্ড

১০।     ২০১৩০৮০০    এম জাহাঙ্গীর আলম, এলএস (এফসি-২)

 

ঘ।        প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক- সেবা (পিসিজিএমএস)।

 

ক্রমিক  পি নং/সঃ সংখ্যা        পদবি ও নাম

১।       ১০০৪   ক্যাপ্টেন (বর্তমানে কমডোর) মোহাম্মদ নাজমুল হাসান, (এন), এনপিপি, বিসিজিএম, এএফডব্লিউসি, পিএসসি, বিএন

২।       ৯৯৬    ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুল বিল্যাহ, (এস), পিএসসি, বিএন

৩।      ১১০৪   কমান্ডার আবুল হাসনাত মোহাম্মদ শামীম, (ট্যাজ),বিসিজিএমএস, পিএসসি, বিএন

৪।       ১১৩৮  কমান্ডার আবু তাহের মোহাম্মদ আতিকুল্যাহ, (এল), বিএন

৫।       ৩২২৯  লেঃ ফারাব্বী সাদিক শুভ, (এক্স), বিএন

৬।      ৯০০৭১০         এম জসিম উদ্দিন, এসসিপিও(ক্যাট)

৭।       ৯৪০৫২৪         মোহাম্মদ শহীদুল ইসলাম, চীফইএ

৮।      ২০১৩০৪২৯     মোঃ শাহিনুল ইসলাম, লিডিং রাইটার

৯।       ২০১২০৯         মোঃ ইছানুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

১০।     ২০০৫০৯        মোঃ কামাল হোসেন চৌধুরী, এমটিডি

 

 

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। এছাড়াও কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত  হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড জন্মলগ্ন থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকার অধিক মূল্যমানের অবৈধ দ্রব্যসামগ্রী আটক করেছেঃ

 

চোরাচালান প্রতিরোধ অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড জন্মলগ্ন থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ১,০৮২ কোটি ০২ লক্ষ টাকার বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য আটক করেছে

 

মৎস্য সম্পদ রক্ষাঃ ২২ হাজার ৬৬ কোটি টাকা মূল্যমানের নিম্নলিখিত অবৈধ সামগ্রী আটক করা হয়ঃ

১। জাটকা: ৩৩,৭৫,২৭৭ কেজি

২। কারেন্ট জাল: ৪২১,৮৫,০৫,৪৩৫ মিটার                                                                

৩। অন্যান্য জাল: ২১১,৩৪,০৩,৩২২ মিটার

৪। বেহুন্দী/মশারী জাল: ২২,১০,৩৬৫ পিস

৫। চিংড়ি/ফাইসা পোনা: ১,৭৫৯,৭৯,১২,৪৬৩ পিস

মাদকদ্রব্য নিয়ন্ত্রণঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে জন্মলগ্ন থেকে ২০২৩ সাল পর্যন্ত নিম্নলিখিত মাদকদ্রব্য আটক করেছেঃ

১। ইয়াবা: ৩,৫৮,১৫,৩৪৬ পিস

২। বিয়ার এবং হুইস্কি : ১,৯০,৭৬৮ ক্যান/বোতল

৩। ক্রিস্টাল মেথ আইস: ১০.৭ কেজি

৪। দেশি/বিদেশি মদ ৪০,৩৯৮ লিটার

৫। গাঁজা : ৫৭৭.৮৬৩ কেজি

৬। ফেনসিডিল : ২৬৪ বোতল

২। বিদেশি সিগারেট: ৩১,৭০,৫৬৭ শলাকা

৩। মদক ব্যবসায়ী/ পাচারকারী: ৯২২ জন

বনজ সম্পদ রক্ষাঃ  বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বনজ সম্পদ রক্ষায় ২৩৮ কোটি ৫৬ লক্ষ টাকা মূল্যের প্রায় ৪,৮৮,৬৩৯ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়

পরিবেশ রক্ষা   ১। হরিণের মাংস: ৩,৮৮৬ কেজি

২। হরিণের চামড়া: ৩১৫টি      

৩। হরিণের মাথা: ১৪১টি  

৪। তক্ষক: ৪৩টি  

৫। চোরাকারবারী: ৫,৪৭৭ জন

উদ্ধার অভিযান  ১। অপহৃত জেলে/ মাওয়ালী ২,৭৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়।

২। নৌ-পথে দুর্ঘটনা কবলিত ২৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

৩। ৩৮৯টি অপহৃত বা ভাসমান নৌকা উদ্ধার করা হয়।

 

বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন সুবিশাল সমুদ্র এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপকূলীয় অঞ্চলসমূহে জলদস্যু বিরোধী অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষভাবে তৎপর রয়েছে। সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ডের অপারেশন পরিচালনার মাধ্যমে ৫,৪৭৭ জন জলদস্যু/বনদুস্য/ডাকাত আটক করে এবং ৮০১টি অবৈধ অস্ত্রসহ ৬,৬৩৫টি রাউন্ড তাজা গোলা উদ্ধার করে। এছাড়া জলদস্যুদের কবল হতে এ পর্যন্ত ২,৭৩১ জেলেকে জীবিত উদ্ধার করে। গত ০৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে ৭৫টি প্লাটুন, ০৯টি জাহাজ, ৬০০ টি জলযান এবং যানবাহনসহ সর্বমোট ২,৫৬৪ জন কোস্ট গার্ড সদস্য মোতায়ন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ পৃষ্ঠপোষকতায় বর্তমানে সরকারের ব্লু ইকোনমির কার্যকর প্রয়োগ এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বিভিন্ন ধরনের বহুমাত্রিক কর্মকান্ড চালু রয়েছে। এসকল নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর মতো প্রতিমুহূর্তে সজাগ রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এদেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় জাতীয় স্বার্থ সংরক্ষণ করার জন্য শক্তিশালী কোস্ট গার্ডের কোনো বিকল্প নেই। সময়ের পরিক্রমায় ও সুদূরপ্রসারী পরিকল্পনার নিপুণ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে কার্যকর, শক্তিশালী ও সুদক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে এ বাহিনীর প্রতিটি সদস্য উজ্জীবিত ও বদ্ধপরিকর।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon