শনিবার (১৬ মার্চ ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ মার্চ ২০২৪ তারিখ শনিবার ১৩২০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন লঞ্চঘাটে অবস্থানরত চাঁদপুর হতে সুরেশ্বরগামী শাহআলী প্লাস নামক লঞ্চে থাকা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তার সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ নুরুজ্জামান শেখ (৩৫)কে আটক করা হয়। আটককৃত নুরুজ্জামান শেখ (৩৫) শরিয়তপুর জেলার নড়িয়া থানাধীন বুন্যা কাটুকুলি গ্রামের নূর মোহাম্মদ শেখ এর ছেলে।
তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।