Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জানুয়ারি ২০২৫

আঞ্চলিক অফিস পূর্ব জোন

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন (চট্টগ্রাম)

১।     বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন ০৭ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় । এই জোনে প্রথম জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহন করেন কমান্ডার এম এ হোসেন, (জি), পিএসসি, বিএন। চট্টগ্রাম অঞ্চলের পূর্ব ও পশ্চিম রয়েছে কর্ণফুলী নদী এবং দক্ষিনে বঙ্গোপসাগর রয়েছে। পাহাড়ী সমুদ্র, উপকূলীয় বন-বনানীর কারনে চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি। চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়। চট্টগ্রাম সমুদ্র বন্দর ও বহিঃনোঙ্গর এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার্থে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ও হাই স্পীড বোটসমূহ সর্বদা নিয়োজিত থাকে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলা/উপজেলা সমূহ যেমনঃ সেন্টমার্টিন্স,টেকনাফ,ইনানী, কক্সবাজার,মহেশখালী, কুতুবদিয়া,সন্দ্বীপসহ সর্বমোট ২০টি স্থানে বাংলাদেশ কোস্ট গার্ডের স্টেশান ও আউটপোস্ট উপকূলীয় অঞ্চলে ডাকাতি, চোরা-কারবারি, মানব পাচার, মাদক বিরোধী অপারেশান পরিচালনা করে থাকে।

 

২।     বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের কার্যক্রমঃ

        ক।    বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষন করা।
        খ।    যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনীকে সহায়তা করা।
        গ।    সমুদ্র বন্দর ও বহিঃনোঙ্গরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করা।
        ঘ।    নাশকতামূলক ও সন্ত্রাশমূলক কার্যকলাপ প্রতিরোধ ও দমন করা।
        ঙ।    বাংলাদেশের জলসীমা দিয়ে অবৈধ গমনাগমন রোধ করা এবং মানব পাচার প্রতিরোধ করা।
        চ।    প্রাকৃতিক দূর্যোগকালে ত্রাণ ও উদ্ধারকার্যে অংশগ্রহণ করা।
        ছ।    কোন নৌযান বা উহাতে অবস্থানরত ব্যক্তির ব্যাপারে আদালত বা অন্যবিধ কর্তৃপক্ষ পরোয়ানা।
        জ।    পরিবেশ দূষন কারী কার্যকলাপ অনুসন্ধান এবং প্রতিরোধ করা।
        ঝ।    অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ করা।
        ঞ।    উপকুলীয় ও সমুদ্র এলাকায় কর্মরত ব্যক্তিগণের নিরাপত্তা নিশ্চিত করা।
        চ।    অত্র জোনের অধীনে অবস্থিত জাহাজ/স্টেশান/আউটপোস্ট/কন্টিনজেন্ট সমূহের নাম ও মোবাইল নাম্বার নিম্নে দেওয়া হল-

 

ক্রম

বেইস

স্টেশান/আউটপোস্ট/ কন্টিনজেন্ট

জেলা

মোবাইল নং

মন্তব্য

১।

 

 

 

 

 

 

 

 

 

চট্টগ্রাম

বিসিজি স্টেশান সেন্টমার্টিন্স

কক্সবাজার

০১৭৬৯৪৪২২২০

 

২।

বিসিজি স্টেশান টেকনাফ

কক্সবাজার

০১৭৬৯৪৪২২৬০

 

৩।

বিসিজি স্টেশান ইনানী

কক্সবাজার

০১৭৬৯৪৪২৩১০

 

৪।

বিসিজি স্টেশান হিমছড়ি

কক্সবাজার

০১৭৬৯৪৪২৩০০

 

৫।

বিসিজি স্টেশান কক্সবাজার

কক্সবাজার

০১৭৬৯৪৪২২১০

 

৬।

বিসিজি স্টেশান মাতারবাড়ি

কক্সবাজার

০১৭৬৯৪৪২৩২০

 

৭।

বিসিজি স্টেশান মহেশখালী

কক্সবাজার

০১৭৬৯৪৪২২৪০

 

৮।

বিসিজি স্টেশান কুতুবদিয়া

কক্সবাজার

০১৭৬৯৪৪২২৩০

 

৯।

বিসিজি স্টেশান সাঙ্গু

চট্টগ্রাম

০১৭৬৯৪৪২২০০

 

১০।

বিসিজি স্টেশান ভাটিয়ারী

চট্টগ্রাম

০১৭৬৯৪৪২২৭৫

 

১১।

বিসিজি স্টেশান মীরসরাই

চট্টগ্রাম

০১৭৬৯৪৪২২৯০

 

১২।

বিসিজি স্টেশান উরিরচর

নোয়াখালী

০১৭৬৯৪৪২২৮০

 

১৩।

বিসিজি স্টেশান সন্দীপ

চট্টগ্রাম

০১৭৬৯৪৪২২৫০

 

১৪।

বিসিজি আউটপোস্ট শাহপুরী

কক্সবাজার

০১৭৬৯৪৪২৩৪০

 

১৫।

বিসিজি আউটপোস্ট বাহারছড়া

কক্সবাজার

০১৭৬৯৪৪২৩৭০

 

১৬।

বিসিজি আউটপোস্ট পতেঙ্গা

চট্টগ্রাম

০১৭৬৯৪৪২২৫০

 

১৭।

বিসিজি আউটপোস্ট সারিকাইত

চট্টগ্রাম

০১৭৬৯৪৪২৩৮০

 

১৮।

বিসিজি কন্টিনজেন্ট ভাসানচর

নোয়াখালী

০১৭৬৯৪৪২৩৯০

 

১৯।

বিসিজি কন্টিনজেন্ট কমলনগর

লক্ষীপুর

০১৭৬৯৪৪২৩৫০

অস্থায়ী কন্টিনজেন্ট

২০।

বিসিজি কন্টিনজেন্ট রায়পুর

লক্ষীপুর

০১৭৬৯৪৪২৩৬০

অস্থায়ী কন্টিনজেন্ট