Wellcome to National Portal
  • 0002
  • new06
  • 1111111
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জানুয়ারি ২০২৫

আঞ্চলিক অফিস ঢাকা জোন

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন

১।    বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন ২০০৪ সালের ১৫ ডিসেম্বর কার্যক্রম শুরু করে। এই অঞ্চলটি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, রাজবাড়ী জেলা নিয়ে গঠিত। প্রতিষ্ঠিত হওয়ার পরে এই জোনের প্রথম জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট কমান্ডার এম জহিরুল ইসলাম, (এক্স), বিএন। কমান্ডার এম মোস্তাফিজুর রহমান, (এনডি), পিএসসি বিএন বর্তমানে জোনাল কমান্ডার ঢাকা জোনের দায়িত্বে নিয়োজিত আছেন। এই অঞ্চলের অধীনে বিসিজিএস শেটগাং, বিসিজিএস রাঙ্গামাটি, নামে ০২ টি জাহাজ, ০৪ টি স্টেশন (বিসিজি স্টেশন পাগলা, বিসিজি স্টেশন চাঁদপুর, বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মা, বিসিজি স্টেশন গজারিয়া), ০১ টি স্থায়ী আউটপোস্ট (বিসিজি আউটপোস্ট নয়আনি) ও ০৩ টি অস্থায়ী আউটপোস্ট (বিসিজি আউটপোস্ট ভেদেরগঞ্জ, বিসিজি আউটপোস্ট মোহনপুর, বিসিজি আউটপোস্ট পাটুরিয়া), এবং ০১ টি অস্থায়ী ক্যাম্প (অস্থায়ী ক্যাম্প মিল ব্যারাক) আছে। অত্র জোনের অধীনে ২২ টি বিভিন্ন ধরনের বোট রয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষা এবং ডাকাতি, চোরা-কারবারি, মানব পাচার, মাদক বিরোধী অপারেশন পরিচালনায় জাহাজ ও বোটসমূহ সর্বদা নিয়োজিত।

 

২।   বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের কার্যক্রমঃ

    ক।    বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ করা।
    খ।    যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনীকে সহায়তা করা।
    গ।    নাশকতামূলক ও সন্ত্রাশমূলক কার্যকলাপ প্রতিরোধ ও দমন করা।
    ঘ।    বাংলাদেশের জলসীমা দিয়ে অবৈধ গমনাগমন রোধ করা এবং মানব পাচার প্রতিরোধ করা।
    ঙ।    প্রাকৃতিক দূর্যোগকালে ত্রাণ ও উদ্ধারকার্যে অংশগ্রহণ করা।
    চ।    পরিবেশ দূষন কারী কার্যকলাপ অনুসন্ধান এবং প্রতিরোধ করা।
    ছ।    অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ করা।
    জ।    নদী পথে চলাচলরত সাধারণ জনগন এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা।
    ঝ।    জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ রক্ষা এবং কারেন্ট জাল উৎপাদন প্রতিরোধ করা।
    ঞ।    লঞ্চডুবি, অগ্নীকান্ড এবং বিভিন্ন ধরনের উদ্ধার অভিযানে অংশগ্রহণ করা।

 

ক্রম

বেইস

চৌকি/স্টেশান

মোবাইল নং

মন্তব্য

১।

 

 

 

 

 

 ঢাকা

 মাওয়া

01769441220

 

২।

পাগলা

01769441201

 

৩।

চাদপুর

01769441211

 

৪।

পদ্মা সেতু কম্পোজিট প্রকল্প

01769441220

 

৫।

ভেদরগঞ্জ

01769441241

 

৬।

হাইমচর

01769442300

 

৭।

গজারিয়া

01769441230

 

 

 

2022-07-06-03-26-665d9d5a9e0847fcf8e55e7fff06cf9b