Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২২

পটভূমি

নদীমাতৃক বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন নিহিত রয়েছে বিভিন্ন নদ-নদী এবং বিশাল সমুদ্রের নিজস্ব এলাকা ব্যবহারের মধ্যে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যথোপযুক্ত সামুদ্রিক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কোস্ট গার্ডের ভূমিকা পালন করে আসছিল। অসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণাধীন আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব সামরিক বাহিনীর আওতাবর্হিভূত হওয়ায় উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তাসহ সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে একটি পৃথক সামুদ্রিক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী গঠনের প্রয়োজনীয়তা দেখা যায়। যার ফলশ্রুতিতে ‘কোস্ট গার্ড এ্যাক্ট ১৯৯৪’ মহান জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে বাংলাদেশে কোস্ট গার্ড গঠন করা হয় এবং ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারিতে "GUARDIAN AT SEA" মূলমন্ত্রে  একটি আধাসামরিক স্বতন্ত্র বাহিনী হিসাবে বাংলাদেশ কোস্ট গার্ড তার যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের সমুদ্র সীমানা, তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদ-নদীতে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। বর্তমান সরকারের দূরদর্শিতা এবং সময়োপযোগী পদক্ষেপে বাংলাদেশ কোস্ট গার্ডে সংযুক্ত হয়েছে ৯৮ টি আধুনিক ও দ্রুততর জলযান, যা অত্র বাহিনীর অপারেশনাল কর্মকান্ডের সাফল্যকে উত্তরোত্তর বৃদ্ধি করছে। এ বাহিনীর কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের জাতীয় জলসীমা ও উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা দমন, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ, সমুদ্রবন্দরের নিরাপত্তা প্রদান, প্রাকৃতিক দূর্যোগকালে উপকূলীয় এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা এবং তেল, গ্যাস ও বনজ সম্পদ রক্ষাসহ উপকূলীয় পরিবেশ দূষণ প্রতিরোধ। কালের পরিক্রমায় আজ বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলে একটি আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে।

 

বাংলাদেশের কোস্ট গার্ড নিম্নোক্ত কর্মকর্তা দ্বারা গঠিত হয়

 

১।  কমডোর শফিক-উর-রহমান, (এন), এনসিসি, পিএসসি (মহাপরিচালক)

২।  ক্যাপ্টেন এন এ চৌধুরী, (জি), পিএসসি, বিএন  (পরিচালক, অপস অ্যান্ড টেকনিক্যাল)

৩।  কমান্ডার কে এম হাসান, (সি), পিএসসি, বিএন (উপ-পরিচালক, পূর্ব জোন)

৪।  কমান্ডার এস এম এম এ আবেদীন, (ই), পিএসসি, বিএন (উপ-পরিচালক, অপস্ অ্যান্ড টেকনিক্যাল)

৫।  কমান্ডার এম আর হুসেন, (এন), বিএন (উপ-পরিচালক, পশ্চিম জোন)