Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ অক্টোবর ২০২৩

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক ০৩ জন জেলেকে জীবিত উদ্ধার


প্রকাশন তারিখ : 2023-10-30

সোমবার ৩০ অক্টোবর ২০২৩ সকাল ০৮১৫ ঘটিকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তৌফিক অপারেশন সন্ধান ও মা ইলিশ রক্ষা অভিযানের টহল প্রদানের সময় সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া দ্বীপের নিকটবর্তী এলাকা হতে ০৩ জন জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। উল্লেখ্য গত ২৮ অক্টোবর ২০২৩ সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বোটটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীন ভাবে ভাসতে থাকে এবং এক পর্যায়ে ডুবে যায়। পরবর্তীতে জেলেরা উত্তর মান্দারবাড়িয়া দ্বীপে আশ্রয় গ্রহণ করে। বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তৌফিক কর্তৃক উদ্ধারকৃত জেলেদের খাবার ও প্রাথামিক চিকিৎসা দেয়া হয়। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রয়াধীন রয়েছে।