Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪

বরিশালের দপদপিয়ায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা প্রায় ১০ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড।


প্রকাশন তারিখ : 2024-02-09

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ আকতার হোসেন এর নেতৃত্বে গত ০৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ০৩৩০ ঘটিকায় বরিশাল জেলার সদর উপজেলাধীন দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় পটুয়াখালী হতে ঢাকা গামী ০২ টি ট্রাককে সন্দেহজনক মনে হলে তল্লাশীর নিমিত্তে থামার সংকেত প্রদান করা হয়। কিন্তু ট্রাক দুটির চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর কোস্ট গার্ডের আভিযানিক দল উক্ত ট্রাক দুটিকে ধাওয়া করলে ট্রাক দুটির চালক দপদপিয়া এলাকা সংলগ্ন টোল প্লাজায় ট্রাক ০২ টি রেখে কৌশলে পালিয়ে যায়। ফলশ্রুতিতে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০২ টি ট্রাক জব্দ করতঃ তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১০,০৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬ পিস থ্রি পিসসহ সর্বমোট ১১,১৪৬ পিস ভারতীয় কাপড় ও ১২০ মণ ধান জব্দ করা হয়, যার আনুমানিক

                                                           

বাজার মূল্য ১০,০৮,৩৮,৫০০/০০ (টাকা দশ কোটি আট লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত মাত্র)।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অদ্য ১১০০ ঘটিকায় জব্দকৃত ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।