বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গত ৩১ জুলাই ২০২২ নারায়নগঞ্জে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ টি ট্রাক হতে আনুমানিক ২০ কোটি পিস চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫১ কোটি ৫০ লক্ষ টাকা। পরবর্তীতে নারায়নগঞ্জ জেলার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত রেনু পোনা বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।