Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০২৪

টেকনাফের শাহপরী দ্বীপে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড।


প্রকাশন তারিখ : 2024-03-17

রবিবার (১৭ মার্চ ২০২৪) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মায়ানমার হতে একটি মাদকের চালান টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ দুপুর ১৩৪৫ ঘটিকায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপের গোলাপাড়া ঝাউবন এলাকায় সন্দেহজনক একটি বোট আটক করা হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি চালিয়ে ৩৩,৪০০ (তেত্রিশ হাজার চারশত) পিস ইয়াবা, ০২টি মোবাইল ফোন ও ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ কামাল হোসেন (১৭), মাজেদ হোসেন (২৩), মোস্তফা কামাল (১৬) নামক ০৩ মাদক পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন শাহপরীর দ্বীপের বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।