অদ্য ০৯ এপ্রিল ২০২২ তারিখ ১৪৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ “কামরুজ্জামান” ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য NATIONAL LEVEL POLLUTION RESPONSE EXERCISE (NATPOLREX) এ অংশ গ্রহণ উপলক্ষ্যে বিসিজি বার্থ মংলা এর পার্শ্ব ত্যাগ করে। জাহাজ পথিমধ্যে ভারতের চেন্নাই এবং শ্রীলংকার কলম্বো বন্দরে শুভেচ্ছা সফর করবে। উক্ত জাহাজের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন এম কিবরিয়া হক, (ট্যাজ), পিসিজিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন এর নেতৃত্বে ১৫ জন কর্মকর্তা, ১০৬ জন নাবিক এবং ০৮ জন অসামরিক ব্যাক্তি শুভেচ্ছা সফরে গমন করেন। জাহাজ পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন, (ট্যাজ), বিসিজিএম, এএফডব্লিউসি, পিএসসি, বিএনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জাহাজে কর্মরত সকল কর্মকর্তা এবং নাবিকবৃন্দের পরিবারবর্গ বিসিজি বার্থ মংলায় উপস্থিত থেকে প্রিয়জনদের বিদায় জানান। জাহাজটি সফর শেষে আগামী ৩০ এপ্রিল ২০২২ তারিখ বিসিজি বার্থ মংলায় প্রত্যাবর্তন করবে বলে আশা করা যাচ্ছে।