Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০২৫

কোস্ট গার্ড ও র‌্যাব এর যৌথ অভিযানে টেকনাফের শাহপরীতে ১ লক্ষ পিস ইয়াবা জব্দ।


প্রকাশন তারিখ : 2025-04-03

বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ০২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন শাহপরীর নাফ নদীর মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক বোটটিকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে ইয়াবা পাচারকারীরা ইট বাঁধা একটি বস্তা পানিতে ফেলে দ্রুত গতিতে মায়ানমার জলসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি উদ্ধার করে তল্লাশী চালিয়ে ১,০০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে