Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জানুয়ারি ২০২২

ভারতীয় কোস্ট গার্ড কর্তৃক দূর্ঘটনায় কবলতি বাংলাদশেী বোট এফবি আল্লাহর দানসহ ২০ জন জেলেকে বাংলাদশে কোস্ট গার্ডের ‍নিকট হস্তান্তর


প্রকাশন তারিখ : 2022-01-13

গত ০৭ ডিসেম্বর ২০২১ তারিখ ভোলা জলোর চরফ্যাশন থেকে  “এফবি আল্লাহর দান” ফিসিং ভেসেল মাঝিসহ ২০ জন ক্রু নিয়ে সমুদ্রে গমন করে।  ইঞ্জিনের ত্রুটি জনিত কারনে গত ১১ ডিসেম্বর ২০২১ তারখিে ফিসিং ভেসেলটি ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতক্রিম করে ভারতীয় জলসীমায় চলে যায়। দীর্ঘ ১৫ দিন সমুদ্রে সংকটাপূর্ণ অবস্থায় থাকার পর গত ২৬ ডিসেম্বর ২০২১ ভারতীয় কোস্ট গার্ড উক্ত বোটটিকে সনাক্ত করে বাংলাদশে কোস্ট গার্ড কে অবহিত করে। পরবর্তীতে গত ০৯ জানুয়ারি ২০২২ তারিখে দুই দশেরে কোস্ট গার্ডের মধ্যে সমঝোতার মাধ্যমে বিসিজিএস স্বাধীন বাংলা বাংলাদশে ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ Sarojini Naidu হতে ফিসিং ভেসেলটি গ্রহণ করে। অতঃপর অদ্য ১০ জানুয়ারি ২০২২ বাংলাদেশ কোস্ট র্গাড পশ্চিম জোন কর্তৃক এফবি আল্লাহর দান বোট এবং ২০ জন জেলেকে মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।