রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুক্ষ্যাত ডাকাত সর্দার মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসনে সিয়াম এর নেতৃত্বে দুইটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ রবিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ চরপাতা এলাকা এবং ০৯ নং চরসামাইয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় ০২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড ফাকা কার্তুজ, ১২ টি হাতবোমা, ০৩ টি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধি কার্ডসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসনে সিয়াম কে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।