Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মার্চ ২০২২

কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ এবং আটক ০৩


প্রকাশন তারিখ : 2022-03-08

গোপন সংবাদের ভিত্তিতে গত ০৫ মার্চ ২০২২ রাত আনুমানিক ০২৫০ ঘটিকায় বিসিজি স্টেশন পাগলা কর্তৃক লেঃ শামস  সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভূলতা পশ্চিম পাড়াগাঁও এলাকার শীতলক্ষ্যা নদী সংলগ্ন  এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট  গার্ড সদস্যগণ ট্রাকটি থামিয়ে তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ইন্ডিয়ান কাতান শাড়ি (উন্নত) ৩৬৫৩ পিস, ইন্ডিয়ান শাড়ি  ৫০২১ পিস, ইন্ডিয়ান লেহেঙ্গা ২১৫ পিস, ইন্ডিয়ান থ্রি-পিস ৫৭ পিস এবং ট্রাকসহ ০৩ জনকে আটক করে। আটককৃত  মালামালের বাজার মূল্য প্রায় ৫,০৬,০৫,৫০০ টাকা (পাঁচ কোটি ছয় লক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা মাত্র)। জব্দকৃত অবৈধ  শাড়ি, লেহেঙ্গা এবং থ্রি-পিস সিদ্দিক বাজার কাস্টম হাউজ, ঢাকা হস্তান্তর করা হয়েছে এবং ট্রাক ও আটককৃত ০৩ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রূপগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।