গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ জুলাই ২০২২ আনুমানিক রাত ১২৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার, লেফটেন্যান্ট শামস সাদেকিন নির্নয় এর নেতৃত্বে ঢাকা জেলার দোহার উপজেলাধীন পদ্মা নদী সংলগ্ন বিলাশপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবস্থিত ০২ টি চাইনা দুয়ারী কারখানা ও ৪০ টি গোডাউনে তল্লাশী করে আনুমানিক ০৫ লক্ষ পিছ নতুন চাইনা দুয়ারি জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ শত ৫০ কোটি টাকা। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কেরানীগঞ্জ, ঢাকা মোঃ সেলিম রেজা এবং দোহার সহকারী কমশিনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি । পরবর্তীতে জব্দকৃত জালগুলো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী কমশিনার (ভূমি) এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।