Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২৫

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।


প্রকাশন তারিখ : 2025-03-25

মঙ্গলবার ২৪ মার্চ ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ২৫ মার্চ ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ০২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজিএস মনসুর আলী কর্তৃক সেন্টমার্টিন এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় কোস্ট গার্ডের চিকিৎসক ও মেডিকেল এসিস্টেন্টগণ সেন্টমার্টিন দ্বীপের শতাধিক অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।

 

মেডিকেল ক্যাম্পেইনের নের্তৃত্ব দিয়েছেন সার্জন লেঃ আদিব আদনান, এএমসি।