গোপন সংবাদের ভিত্তিতে, জানা যায় মায়ানমার হতে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমূদ্র এলকা দিয়ে
বাংলাদেশে অনুপ্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর ২০২১ উক্ত এলাকায় বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার
লেঃ কমাঃ এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক ১৮৩০ ঘটিকায়
একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বোটটিকে থামার জন্য সংকেত দেয়। বোটটি কোস্টগার্ড এর
উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে ধাওয়া করে। এসময় ইয়াবা
পাচারকারীদল ০৪ টি বাদামী রঙের প্লাষ্টিকের বস্তা বোট থেকে সমূদ্র দিয়ে মায়ানমার সিমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে
কোস্টগার্ড সদস্যগণ বস্তাগুলো থেকে ৭ লক্ষ ৮০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের
নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরেররের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।