গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২১ বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ এম তারেক আহমেদ এর
নেতৃত্বে সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন
আনুমানিক রাত ১২১০ ঘটিকায় সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাটসংলগ্ন এলাকায় বস্তা কাঁধে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়।
উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাকে থামার সংকেত দিলে সে সাদা রং এর একটি বস্তা
ঝোঁপের ভিতর ফেলে দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ৪৯,২০০ পিস ইয়াবা
ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।