গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০ মার্চ ২০২২ রাত আনুমানিক ০০৪০ ঘটিকায় বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কাটাবুনিয়া ঘাঁট এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা উক্ত নৌকাটিকে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাঝিসহ দুইজন ব্যক্তি একটি কালো রংয়ের বস্তা নৌকায় ফেলে রেখে দ্রুত গতিতে পাড়ে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ৫৬,০০০ (ছাপ্পান্ন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।