গোপন সংবাদরে ভিত্তিতে অদ্য ০৬ জুলাই ২০২২ আনুমানিক ০২০০ ঘটিকায় বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে মুন্সিগঞ্জ সদর থানার মুক্তারপুর ব্রীজ সংলগ্ন পঞ্চসার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ০২ টি নতুন কারেন্ট জাল এর গোডাউনে তল্লাশী করে আনুমানিক ৫০ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৭ কোটি ৫০ লক্ষ টাকা। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মুন্সিগঞ্জ সদর, মোঃ শামসুর রহমান এবং মুন্সিগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল বারী। পরবর্তীতে জব্দকৃত জালসমূহ স্টেশন কমান্ডার পাগলা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।