বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ০১ টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড সংলগ্ন আলিখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা তল্লাশি চালিয়ে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৬ রাউন্ড তাজা গোলা, ০৫ টি দেশীয় অস্ত্র, ১৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০,৩৮,৪০০ টাকা, ০২ টি ব্যাংক চেক বই, ১০ টি সিমকার্ড এবং ১৯ টি মায়ানমার রোহিঙ্গাদের পরিচয় পত্র জব্দ করা হয়। এসময় কুখ্যাত হারুন ডাকাত যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত সকল আলামত, আগ্নেয়াস্ত্র এবং গোলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।