Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০২৪

মায়ানমার নৌ বাহিনীর হাতে আটক ৬টি মাছ ধরা বোট সহ ৫৮ জন জেলেকে ফেরত আনলো বাংলাদেশ কোস্টগার্ড।


প্রকাশন তারিখ : 2024-10-11

গত ০৬ অক্টোবর ২০২৪ টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপ জেটি ঘাট হতে ০৬ টি মাছ ধরার ট্রলার ৫৮ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে গমন করে। গত ০৯ অক্টোবর সেন্টমার্টিন হতে  দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় ভূলবশতঃ তারা মায়ানমার জলসীমায় প্রবেশ করে। এসময় মায়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে উক্ত ট্রলার সমূহকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তিনজন জেলে গুলিবিদ্ধ হয়, এর মধ্যে একজন  ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে মায়ানমার নৌবাহিনী তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলারসহ আটক করে নিয়ে যায়। এসময় বঙ্গোবসাগরে টহলরত কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন বিষয়টি অবগত হলে মায়ানমার নৌবাহিনীর টহলরত জাহাজ এর সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মাধ্যমে  আটককৃত জেলেদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৪০০ ঘটিকায় ০১ টি ট্রলার ১১ জন জেলে (০১ জন মৃত) কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এর সহায়তায় শাহপরী দ্বীপ জেটি ঘাটে এসে পৌছায়। অপর ০৫ টি ট্রলার ৪৭ জন জেলেসহ বিসিজিএস তাজউদ্দিন এর নিকট হস্তান্তর করা হলে  জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরববারহ করা হয় এবং কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক সকলকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।