Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০২৪

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিন ০৫ টি রকেট ফ্লেয়ার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক।


প্রকাশন তারিখ : 2024-10-29

মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

 

তিনি বলেন, বেশকিছুদিন ধরে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত ডাকাত মহিউদ্দিন এর নেতৃত্বে একটি দূর্ধর্ষ ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। এছাড়াও মহিউদ্দিন ডাকাতের নামে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে আজ ২৯ অক্টোবর ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার  ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিন জোন এর নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন পূর্ব মাইজচরা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে কুখ্যাত মহিউদ্দিন ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিন কে ০৫ টি রকেট ফ্লেয়ার, ১৯ টি দেশীয় অস্ত্র (রামদা ০৫টি, লোহার শাবল ০২টি, দা ০৪ টি, চাপাতি ০১ টি, ছুরি ০৬ টি, চায়না করাত ০১ টি),  হরিনের শিং ০২ টি এবং ০৪ টি মোবাইলসহ আটক করা হয়।

 

তিনি আরও বলেন, আটককৃত ডাকাতকে জব্দকৃত সকল আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।