Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০২৪

বিকল বাংলাদেশী ফিশিং বোট "সাগর ০২ এর ২৭ জন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।


প্রকাশন তারিখ : 2024-04-05

গত ০১ এপ্রিল ২০২৪ তারিখ চট্টগ্রামের কুতুবদিয়া হতে "এফতি সাগর-০২" নামক একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর ০৪ এপ্রিল ২০২৪ তারিখ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১৩৩৫ ঘটিকায় হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড আহাজ আইসিজিএস আমোঘ এর দৃষ্টিগোচর হলে তারা অতি দ্রুত জেলেসহ বোটটিকে উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে। পরবর্তীতে ০৪ এপ্রিল ২০২৪ তারিখ সন্ধ্যায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখার ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ ২৭ জন জেলেসহ উক্ত বোটটিকে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরু্যামান এর নিকট হস্তান্তর করে। অতঃপর আজ ০৫ এপ্রিল ২০২৪ রাত ০০০৫ ঘটিকায় মোংলা ফেয়ারওয়ে বয়ের নিকটবর্তী স্থানে উক্ত জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।