বৃহস্পতিবার ২৩ মে ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, বঙ্গোপসাগরে প্রজননকালে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫(পঁয়ষট্টি) দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এপ্রেক্ষিতে বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ, বোট, স্টেশন এবং আউটপোস্ট সমূহ সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও সমুদ্র হতে মৎস্য আহরণে স্থানীয় জেলেদের নিরুৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলার পতেঙ্গা, সাঙ্গু, সন্দ্বীপ, ভাটিয়ারি, মীরসরাই এবং কক্সবাজার জেলার কুতুবদিয়া, মাতারবাড়ী, মহেশখালী, কক্সবাজার, বাহারছড়া, ইনানী, হিমছড়ি, টেকনাফ, শাহপরী ও সেন্টমার্টিন এলাকার বিভিন্ন ঘাটে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতি সমৃদ্ধির লক্ষ্যে কোস্ট গার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।