Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০২৫

কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ রাউন্ড তাজা গোলা জব্দ করেছে কোস্ট গার্ড।


প্রকাশন তারিখ : 2025-03-14

শুক্রবার ১৪ মার্চ ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকাল ৬ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্ত বিসিজি স্টেশন মহেশখালী ও পুলিশ এর সমন্বয়ে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি আশ্রয়ন কেন্দ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং তাজা গোলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।