গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ মঙ্গলবার রাত ০৩৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার চাঁদপুর সাব লেফটেন্যান্ট ফজলু হক এর নের্তৃত্বে চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন ইশানবালা মেঘনা নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শরীয়তপুর হতে ইশানবালা গামী একটি কাঠের ট্রলার তল্লাশী করে আনুমানিক ৫ হাজার ২০০ কেজি (১৩০ মণ) জাটকাসহ ০৭ জনকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মুল্য টাকা ১৫, ৬০,০০০/০০ (টাকা পনের লক্ষ ষাট হাজার মাত্র)। পরবর্তীতে, চাঁদপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ মঙ্গলবার ভোর ০৫৪৫ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা এবং মৎস্য দপ্তর নারায়ণগঞ্জ সদর এর যৌথ উদ্যোগে স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার কাচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নোয়াখালী থেকে ঢাকাগামী ০১ টি ট্রাক তল্লাশী করে আনুমানিক ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য টাকা ৩,৬০,০০০ (টাকা তিন লক্ষ ষাট হাজার মাত্র)। অভিযানে জাটকা ব্যতীত অন্যান্য বৈধ মাছ থাকায় উক্ত মাছসমূহ স্ব স্ব মালিককে বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রঞ্জিত সরকার এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।