Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০২১

চরফ্যাশনে জবাই করা হরিণ জব্দ


প্রকাশন তারিখ : 2021-05-30

ভোলার চরফ্যাশনে জবাই করা একটি হরিণ জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৮ মে) গভীর রাতে উপজেলার চর নলুয়া গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে জবাই করা ৪২ কেজি ওজনের হরিণটি উদ্ধার করা হয়। এ সময় শিকারিরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে উদ্ধারকৃত হরিণ উপজেলার চর মানিকা বিট কর্মকর্তা মো. আবুল কাশেমের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, মাদকদ্রব্যসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।