অদ্য আনুমানিক ০৮০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ জাহাজ বিসিজি সবুজ বাংলা বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় জানতে পারে যে, একটি মাছ ধরার নৌকা (দয়াল নবীজি-১) বঙ্গোপসাগরের ভাষাণ চরের অদূরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জাহাজটি দ্রুত উদ্ধারের নিমিত্তে গমন করে পরবর্তীতে আনুমানিক ১১৩০ ঘটিকায় ভাষান চরের দক্ষিণে বঙ্গোপসাগরে নৌকাটিকে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং জাহাজের সদস্য কর্তৃক ৩৫ জন জেলেকে সুস্থ অবস্থায় নৌকাসহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত জেলেদেরকে নৌকাসহ বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গায় নিয়ে আসা হয়। পরবর্তীতে জেলেদেরকে সাথে কথা বলে জানা যায়, তারা গত ১২ আগস্ট ২০২০ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করেছিল। নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সাগরে ভাসতে থাকে। পরবর্তীতে সকল জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলে এবং মাছ ধরার নৌকাটি মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।