Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ডিসেম্বর ২০২৪

বরগুনার পাথরঘাটায় ১০০ পিস ইয়াবাসহ ০১ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।


প্রকাশন তারিখ : 2024-12-12

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১৭০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন ০৮ নং ওয়ার্ডের বাদুরতলা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ইয়াবা ব্যবসায়ী মোঃ সুমন কে ১০০ পিস ইয়াবা, নগদ ১৭,৭৮২ টাকা  এবং  ০১টি মোবাইলসহ আটক করা হয়।  পরবর্তীতে জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ইয়াবা ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।