Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০২২

বরগুনার নিদ্রাসকিনায় সমুদ্র মোহনা হতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ০৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড


প্রকাশন তারিখ : 2022-07-04

অদ্য ০৩ জুলাই ২০২২ আনুমানিক ১৪০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট র্গাড দক্ষিণ জোনের অধিনস্হ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা কর্তৃক বরগুনা জেলার তালতলী উপজেলাধীন পক্ষীদিয়া সংলগ্ন সাগরের মোহনা এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র হতে মাছ আহরণ করে আসা ট্রলার জব্দের নিমিত্তে অভিযানে গমন করে। উক্ত এলাকায় অভিযান চলাকালীন ০১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় দেখা যায়। পরবর্তীতে কোস্ট গার্ডের অভিযানিক দল সাগরের মোহনা হতে ০৫ জন জেলেসহ নৌকাটিকে উদ্ধার করে। উদ্ধাকৃত জেলেদের প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায় যে, নিদ্রারখাল এলাকায় বড়শি দিয়ে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। উদ্ধারকৃত জেলেরা সকলেই বরগুনা জেলার তালতলী উপজেলার বড় অঙ্কুজান পাড়া গ্রামের বাসিন্দা। পরবর্তীতে উদ্ধারকৃত নৌকা ও জেলেদের স্থানীয় জেলেদের মাধ্যমে নিজ এলাকায় পৌছে দেওয়া হয়।