Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ অক্টোবর ২০২১

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক পৃথক অভিযানে ১১৩ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক


প্রকাশন তারিখ : 2021-10-06

গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ অক্টোবর ২০২১ তারিখ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া 
উপজেলাধীন সাগরিয়া বাজার এলাকা হতে ১১৩ পিস ইয়াবা, একটি বাটন মোবাইল সেট ও নগদ ৬০ টাকা সহ মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ উদ্দিন 
ফারহান (৫৩) কে আটক করা হয় । আটককৃত মাদক ব্যবসায়ী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন সাগরিয়া গ্রামের মৃত মনিরুল আলমের 
বড় ছেলে। অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক রাত ০৮:০০ ঘটিকায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন 
সুশীলাঘাট কমিউনিটি সেন্টার সংলগ্ন ৭ নং ওয়ার্ড এলাকা হতে ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শামীম (২১) কে আটক করা হয়। 
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ শামীম (২১) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন কালমেঘা ইউনিয়নের বাসিন্দা মোঃ ইউসুফ মিয়ার ছেলে। 
পরবর্তীতে জব্দকৃত মাদক ব্যবসায়দ্বয়কে জব্দকৃত ইয়াবা, গাজা, একটি বাটন মোবাইল সেট ও নগদ ৬০ টাকাসহ নিকটস্থ থানায় হস্তান্তর করা 
হয়। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত 
এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড 
এর এরূপ তৎপর ভূমিকা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।