Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০২২

বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযানে প্রায় ১১৫ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জাল জব্দ


প্রকাশন তারিখ : 2022-04-21

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ শামস্ সাদেকিন নির্নয় এর নেতৃত্বে ঢাকা জেলার চকবাজার এর চক মোগলটুলি আল-সাহানী মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার ০৪ টি কারেন্ট জাল এর দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল এবং ৫০০ পিছ চায়না চাই জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১১৫ কোটি ২৫ লক্ষ টাকা। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিক উল্লাহ, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, কেরানীগঞ্জ, ঢাকা । পরবর্তীতে জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার পাগলা এর উপস্থিতিতে আগুনে পুুড়িয়ে ধ্বংস করা হয়।