গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাত আনুমানিক ০২৪৫ ঘটিকায় বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক
স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগড়ব এলাকায় একটি
বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাগর পার হতে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে
দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ কর্তৃক উক্ত ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হয়।
এসময় কোস্টগার্ড এর উপস্থিথি টের পেয়ে লোকটির হাতে থাকা ব্যাগটি ঝাউ বাগানে ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ঝাউ বাগান তল্লাশী করে একটি কালো রংয়ের ব্যাগে ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার আনুমানিক
বাজার মূল্য ২,০০,০০,০০০ (দুই কোটি) টাকা। জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ
মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।