গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৯ ফেব্রুয়ারী ২০২২ তারিখ দুপুর আনুমানিক ১৩০০ ঘটিকায় বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে টেকনাফ থানাধীন কাটাবুনিয়া মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সাদা রংয়ের বস্তা থেকে পরিত্যাক্ত অবস্থায় ০৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।