অদ্য ০২ সেপ্টেম্বর ২০২১ দুপুরে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় জুতার তলায় লুকানো অবস্থায় ১ হাজার ২৩০ পিস ইয়াবা সহ এক পাচার কারীকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশী করা হয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী মোঃ ছাদেক(১৯) এর জুতার তলায় অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১,২৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত ইয়াবা পাচারকারী টেকনাফের বড়ইতলী এলাকার বাসিন্দা এবং মোঃ ইসমাইল এর ছেলে। জব্দকৃত ইয়াবা এবং ইয়াবা পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।