অদ্য ০৮ এপ্রিল ২০২২ সকাল আনুমানকি ১০৩০ ঘটিকায় বরিশাল জেলার মহেন্দিগঞ্জ উপজেলাধীন মাঝেরচর সংলগ্ন মেঘনা নদী পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বহনের কারণে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ডুবে যায়। এসময় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন (ভোলা) অধিনস্হ বিসিজি স্টেশন হিজলার ৫ সদস্যের একটি টহল দল টহলে থাকা অবস্থায় ঘটনাটি দেখতে পায় এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ৯ জনকে তাৎক্ষনাত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করে। এছাড়াও দুর্ঘটনায় নিখোঁজ ৩ জনকে উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যহত রয়েছে।