Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জানুয়ারি ২০২৪

নারায়নগঞ্জে পৃথক ০২ টি অভিযানে বিপুল পরিমাণ জেলি পুশকৃত চিংড়ি ও জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।


প্রকাশন তারিখ : 2024-01-25

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ জানুয়ারি ২০২৪ তারিখ আনুমানিক ভোর ০৪৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য দপ্তর কেরানীগঞ্জ এর যৌথ উদ্যোগে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত এর নেতৃত্বে ধলেশ্বরী ব্রীজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাতক্ষীরা হতে চট্রগ্রামগামী ০১ টি ট্রাক এবং ০১ টি বাস তল্লাশী করে আনুমানিক ১,২০০ (এক হাজার দুই শত) কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় ট্রাক ও বাসের ড্রাইভারদ্বয়কে ট্রাক, বাস ও অন্যান্য বৈধ মাছসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পু শকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে, ২৫ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ০৬১৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল থেকে ঢাকাগামী ০১ টি ট্রাক তল্লাশী করে আনুমানিক ১,৬০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। উক্ত অভিযানে জাটকা ব্যতীত অন্যান্য বৈধ মাছ স্ব স্ব মালিককে বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে, নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।