অদ্য ০২ আগস্ট ২০২২ রাত আনুমানিক ০০৩৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন্স কর্তৃক সেন্টমার্টিন্স ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা হতে ২১,০০০ (একুশ হাজার) পিস ইয়াবা, ০১ টি ফিশিং বোটসহ ০৭ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ফিশিং বোট এবং আটককৃত ০৭ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।