Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০২৪

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।


প্রকাশন তারিখ : 2024-08-28

বুধবার ২৮ আগস্ট ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, মৌলভীবাজারে বিগত কয়েক দিন যাবৎ বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য সকাল হতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রসমূহ পরিদর্শন এবং দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি। এছাড়াও তিনি দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

 

তিনি আরও বলেন, উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে নিয়োজিত থাকা কোস্ট গার্ড সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড।