Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০২৪

কোস্ট গার্ডের অভিযানে চাঁদাবাজদের জিম্মি হওয়া ০৩ নাবিক উদ্ধার।


প্রকাশন তারিখ : 2024-09-04

বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ০৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার ০৮০০ ঘটিকায় ফতুল্লা থানাধীন আলিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মেসার্স কাবা নেভিগেশন কোম্পানি লিমিটেড এর একটি পণ্যবাহী লাইটার জাহাজ এমভি তাসমিয়ারা-০১ এর ০৩ জন নাবিক দৈনন্দিন কাজে আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় গমন করলে কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তি চাঁদা দাবি করে নাবিকদের জিম্মি করে রাখে। পরবর্তীতে ০৯৩০ ঘটিকায় মুঠোফোন এর মাধ্যমে লাইটার জাহাজটির মালিকপক্ষ তাদের জাহাজের নিরাপত্তা এবং জিম্মি নাবিকদের উদ্ধারের জন্য কোষ্টগার্ড এর সহযোগিতা কামনা করে। উক্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষনাৎ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা এর ০৮ সদস্যের একটি আভিযানিক দল আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজদের কবল হতে জিম্মি নাবিকদের উদ্ধার করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।