গোপন তথ্যের ভিত্তিতে, গত ১৬ নভেম্বর ২০২১ দুপুর আনুমানিক ১২৩০ ঘটিকা হতে ১৭ নভেম্বর দুপুর ১৩৩৫ ঘটিকা পর্যন্ত বাগেরহাট জেলার
মংলা থানাধীন হলদিবুনিয়া খাল সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান
এর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ১,০০,১৫,০০০/০০ (টাকা এক কোটি ১৫ হাজার
মাত্র) টাকা মূল্যের অবৈধ বিদেশী ৮৩৩ পিস শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা এবং ১০০ পিস চাদর জব্দ করা হয়। কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে
চোরাকারবারী দল সুন্দরবনের ভিতরে পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা
গ্রহনের নিমিত্তে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।