গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন মিঠাপানির ছড়া
মেরিন ড্রাইভ এলাকায় স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা
করা হয়। অভিযান চলাকালীন রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় সাদা রংয়ের বস্তা হাতে এক ব্যাক্তিকে ঝাউবনের দিকে অগ্রসর হতে
দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে টর্চ লাইট এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। এ সময়
কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে সাদা রংয়ের বস্তাটি ঝাউবনের ভিতরে ফেলে দিয়ে দৌড়ে মেরিনড্রাইভ পার হয়ে গ্রামের মধ্যে
পালিয়ে যায়। পরবর্তী তে বস্তাটি তল্লাশি করে ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।