Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২৪

টেকনাফের সাবরাং এ কোস্ট গার্ডের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশিয় অস্ত্রসহ পাচারকারী আটক।


প্রকাশন তারিখ : 2024-09-28

শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং এলাকার বাসিন্দা মোঃ শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র পাচার করে টেকনাফের কুখ্যাত ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার রাত ০০০৫ হতে ০১৩০ ঘটিকা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় মোঃ শহিদ এর বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অদ্য আনুমানিক ০১৩০ ঘটিকায় বর্ণিত মোঃ শহিদ এর বাড়ির তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তায় মোড়ানো অবস্থায় ০১টি G-3 রাইফেল, ০৮ রাউন্ডস তাজা গোলা ও ০১ টি দেশীয় চাপাতি সহ মোঃ শহিদ (৩৭) কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়।

 

 

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।