বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন এবং দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল। এসব সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯০০ ঘটিকা হতে ১৩০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড, ঢাকা জোন কর্তৃক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন কোস্টগার্ড ডকইয়ার্ড ও বেইস প্রজেক্ট সংলগ্ন এলাকায় ৩২৭ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে কোস্ট গার্ড সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট আহমেদ রিফাত তাহমিদ, এএমসি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।