Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০২১

মংলার হাড়বাড়িয়ায় কয়লাবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ৫ জনের উদ্ধারে কাজ করছে কোস্ট গার্ড


প্রকাশন তারিখ : 2021-11-17

গত ১৫ নভেম্বর ২০২১ তারিখ রাত আনুমানিক ২১৩০ ঘটিকায় হারবারিয়া ৯ নং বয় এর নিকট ০৭ জন ক্রুসহ ০১ টি লাইটার ভেসেল 
ফারদিন-১ ডুবে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে রাত আনুমানিক ২২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মংলা ও বিসিজি স্টেশান 
হারবারিয়া হতে বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা উদ্ধার অভিযানে 
অংশগ্রহণ করে । উল্লেখ্য ০৭ জন ক্রর মধ্যে ০২ জনকে কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয় এবং নিখোঁজ ০৫ জন উদ্ধারে 
কোস্ট গার্ড কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ব্যাক্তিদের নাম ১। রায়হান চৌধুরী, গ্রামঃ পাইটখালী, থানাঃ ভান্ডারিয়া ও জেলাঃ 
পিরোজপুর। ২। মোঃ রুবল, গ্রামঃ মাঘরডোন নারিকেল তলা, থানাঃ মোংলা ও জেলাঃ বাগেরহাট। নিখোঁজ ব্যাক্তিদের নাম ১। মহিউদ্দিন 
(বোট মাষ্টার) থানাঃ সৌরভ কাঠি। ২। রবিউল, থানাঃ সৌরভকাঠি। ৩। নূর আলম, থানাঃ সৌরভকাঠি। ৪। জিহাদ, থানাঃ ভান্ডারিয়া। 
৫। সামসু, থানাঃ মোংলা।