Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৩

চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।


প্রকাশন তারিখ : 2023-09-26

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ আনুমানিক সকাল ১১৪০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মোঃ ফজলুল হক এর নেতৃত্বে, চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ঢাকা গামী এম ভি রহমত লঞ্চের নিচ তালায় ব্যাগ হাতে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে এবং ব্যাগ থেকে ০২ টি প্যাকেট এ মোটঃ ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় ও মাদক ব্যাবসায়ী মোঃ জমির হোসেন (৪০) (গ্রামঃ দক্ষিণ তেতাপুর ভূমি, ডাকঃ হরিমন্ডল বাজার, থানাঃ ব্রাহ্মণপাড়া, জেলাঃ কুমিল্লা) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে ঢাকা নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে আটকৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।